এ কে আজাদ, রাজবাড়ী : ক্ষনিকের জন্য হলেও ক্ষুধার রাজ্য থেকে মুক্তি দিয়ে বিজয়ের আনন্দকে উপভোগ করার চেষ্টা করতে, মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে খাবার বিতরণ করেছেন: মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী পৌর শাখার নেতৃবৃন্দরা।

শনিবার সকাল ১১:০০ ঘটিকার সময়, রাজবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায়, মহান বিজয় দিবস-২০২১ ইং উপলক্ষে
মানবিক বাংলাদেশ সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মানবিক বন্ধু, আদম তমিজি হকের পক্ষ থেকে রাজবাড়ীতে অসহায় ছিন্নমূল ও ১০০ জন অসহায় মানুষের মাঝে মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী পৌর শাখার আয়োজনে খাবার বিতরণ করা হয়েছে।

এসময় মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী পৌর শাখার সভাপতি-শশী আক্তার ও সাধারণ সম্পাদক, পিয়াস জামানের নেতৃত্বে উপস্থিত ছিলেন: মানবিক বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি শেখ মমিন, রাজবাড়ী পৌর শাখার সিনিয়র, সহ- সভাপতি শফিকুল ইসলাম সোহেল, রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি, মোঃ পিয়াস শেখ, সাংগঠনিক সম্পাদক- আবিদ হাসান ও রাজবাড়ী পৌর শাখার ১ নং থেকে ৯ নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা প্রমুখ।

এসময় মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী পৌর শাখার সভাপতি- শশী আক্তার বলেন, যাদের পেটে ক্ষুধা, কিন্তুু চক্ষু লজ্জ্বা। কেবল যাদের খাবারটা প্রয়োজন তাদের মাঝে এই খাবার বিলিয়ে ক্ষনিকের জন্য হলেও কিছু অবহেলিত মানুষের ক্ষুধাকে জয় করতে পেরে আমরা আনন্দিত।

যাদের সত্যিকারের প্রয়োজন, তাদের পাশে আমরা থাকতে চাই, নিজেদের সবটুকু সাধ্য দিয়ে। দৈনিক একটা হলেও ভালো কাজ আমরা করবো এটাই আমাদের লক্ষ্য। মানবিক বাংলাদেশ সংগঠন মানুষের কল্যাণে কাজ করাই মূল লক্ষ্য। ভালো যেকোনো কাজের সাথেই সম্পৃক্ত এই সংগঠনটি শুধুমাত্র খাবার বিতরণই নয়, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দরিদ্র মেধাবী অসহায় শিক্ষার্থীকে লেখাপড়ার দায়িত্বসহ, দাফনকাজে সহযোগিতা, সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন এই সংগঠনটি এবং ভবিষ্যৎতে থাকবে ইনশাআল্লাহ। আমরা রাজবাড়ী পৌর শাখার পক্ষ থেকে আদম তমিজী হকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

(একে/এসপি/ডিসেম্বর ০৪, ২০২১)