মদন (নেত্রকোনা) প্রতিনিধি : ৫ম ধাপে ময়মনসিংহ বিভাগে নেত্রকোনা জেলার মদন উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার, জনপ্রতিনিধি মনোয়ন বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ রোববার স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের কাছে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

৫ম ধাপের ময়মনসিংহ বিভাগের মদন উপজেলার আট ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন ১নং কাইটাইল ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সাফায়েত উল্লাহ, ২নং চানগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, ৩নং মদন ইউপি যুবলীগ সভাপতি মোঃ খায়রুল ইসলাম, ৪নং গোবিন্দশ্রী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা একে এম নূরুল ইসলাম, ৫নং মাঘান ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান জি এম শামছুল আলম চৌধুরী, ৬নং তিয়শ্রী বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান, ৭নং নায়েকপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দিন ভূঁইয়া, ৮নং ফতেপুর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম চৌধুরী।

উল্লেখ্য, ৮ ইউনিয়ন থেকে ৬৬ জন দলীয় নেতাকর্মী চেয়ারম্যান পদে মনোয়ন পেতে আবেদন করেন।

(এম/এসপি/ডিসেম্বর ০৫, ২০২১)