দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে সিভিল সার্জনের ওরিয়েন্টেশন কর্মশালা আজ রবিবার বেলা ১১ টায়  ফরিদপুর সদর হাসপাতালে অনুষ্ঠিত হয়।

ফরিদপুরে সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিকদের জানানো হয় আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত শিশুদের পোলিও টিকা খাওয়ানো হবে।

এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের পোলিও টিকা খাওয়ানো হবে।

এ কার্যক্রমে ফরিদপুর জেলা ছাড়াও ৯ টি উপজেলায় একসাথে পোলিও টিকা খাওয়ানো হবে। জেলায় মোট ১৬ টি স্থায়ী কেন্দ্র সহ ১৯৯১ টি কেন্দ্রে এ কর্মসূচি পালন করা হবে । উল্লেখিত কর্মসূচি সফল করার জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিনিয়র তথ্য কর্মকর্তা শামীমা শারমিন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন। বক্তব্য রাখেন সাংবাদিক পান্না বালা, নাজিম বাকাউল, হারুন আনসারী রুদ্র, জাহিদুল ইসলাম প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে জানানো হয় মহামারী করোনা থেকে বাঁচার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে । এছাড়া করোনার নতুন আক্রমণ অমিক্রণ থেকে বাঁচার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

(ডিসি/এসপি/ডিসেম্বর ০৫, ২০২১)