অর্শ্বদিয়ায় জনপ্রিয়তার শীর্ষে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহ আলম
ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : আসন্ন ১০নং অর্শ্বদিয়া ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদ প্রার্থীরা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের সমর্থন ও ভালবাসা পেতে সমাজের বিভিন্ন জনসাধারনের সাথে মত বিনিময় শুরু করেছেন। ১০নং অর্শ্বদিয়া ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী আমেজ। ১০নং অর্শ্বদিয়া প্রতিটি ওয়ার্ডে রাস্তার মোড়ে, চায়ের দোকানে একটাই বিষয়। ইউপি নির্বাচনে অনেকেই শুরু করেছেন উঠান বৈঠক এবং ওয়ার্ডে ওয়ার্ডে মত বিনিময় সভা। এছাড়াও বিভিন্ন উপলক্ষকে সামনে রেখে দোয়া প্রার্থী ব্যানার লাগিয়ে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। এরই ধারাবাহিকতায় নোয়াখালী সদর উপজেলার অর্শ্বদিয়া ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ শাহ আলম (বাবুল) জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ১০নং অর্শ্বদিয়া ইউনিয়নের স্বস্তরের জনগণের দোয়া ও ভালবাসা নিয়ে তিনি এবার প্রার্থী হয়েছেন।
বঙ্গবন্ধুর আদর্শ লালনকারী, সৎ, সাহসী, নীতি ও আদর্শবান বঙ্গবন্ধুর এক লড়াকু সৈনিক, ধার্মিক, সদা হাস্যউজ্জ্বল, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহ আলম (বাবুল)।শাহ আলমবলেন, ১০নং অর্শ্বদিয়া ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডকে প্রকৃত অর্থে উন্নত, আধুনিক, শান্তি-সমৃদ্ধির আবাসস্থল হিসাবে গড়ে তুলতে তার রয়েছে দৃঢ় অঙ্গীকার। ১০নং অর্শ্বদিয়া ইউনিয়নের জনগনের দোয়া ও ভালবাসা নিয়ে এবং সর্বদা সবার পাশে থেকে নিজেকে বিলিয়ে দিয়ে বিজয় নিশ্চিত করে ১০নং অর্শ্বদিয়া ইউনিয়নকে একটি অত্যাধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। মানুষের শাষক নয়, সেবক হতে চায়। মানুষের কল্যাণে কাজ করতে চাই।
তিনিআরো বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে মহামারী করোনা ভাইরাসে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে, হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করি। এইছাড়াও হ্যান্ড স্যানিটেইজার, মার্কস বিতরণ সহ স্বস্তরের জনসাধারণকে নিজের সামর্থ্য অনুসারে দলীয় নেতাকর্মীদেরকে সার্বিক সহযোগিতায় করি। ভবিষ্যতেও সর্বস্তরের মানুষের সহযোগিতা করে ১০নং অর্শ্বদিয়া ইউনিয়ন অব্যাহত রাখতে চাই এবং সকলের প্রতি যতটুকু সম্ভব সাহায্যে সহযোগিতা করার জন্য আমার প্রচেষ্টার কোন কমতি নেই, থাকবে না।
তিনি বলেন, ব্যক্তি উদ্যোগে মানুষের কল্যাণ সবসময় কাজ করা সম্ভব। সর্বাত্মকভাবে সমাজের সেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়ার বিকল্প নাই। বিশেষ করে সরকারী সহযোগিতা তৃণমূলের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজের সামগ্রিক কল্যাণ সাধন করা সম্ভব হয়। তাই আসন্ন ১০নং অর্শ্বদিয়া ইউনিয়নের নির্বাচনের মধ্যে দিয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা নিয়ে আমি এলাকায় কাজ করছি। আমার ১০নং অর্শ্বদিয়া ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডকে মাদক মুক্ত করতে চাই এবং পরিষ্কার পরিছন্নতা, স্বাস্থ্য সেবা, শিশু শিক্ষা, যৌতুক বাল্য বিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং রোধে জনগনকে সাথে নিয়ে সামাজিক প্রতিরোধে আমার ইউনিয়কে একটি দৃষ্টিনন্দন আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই সকলের সহযোগিতা। ইউনিয়নের সর্বস্তরের জনগনের সমর্থন ও দোয়া চাই।
(এস/এসপি/ডিসেম্বর ০৬, ২০২১)