মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ সংক্রান্ত সন্ধান, উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসার ওপর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় মহড়া অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে। 

রবিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

মহড়ায় অগ্নি-দুর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ে সচেতনতামূলক বক্তৃতা করেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আলাউদ্দিন ও সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস আলী। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

(এসএম/এসপি/ডিসেম্বর ০৬, ২০২১)