এ কে আজাদ, রাজবাড়ী : বিরতিহীন ভাবে টানা তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন।প্রভাব পড়েছে দেশের অন্যতম নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে। তৈরি হয়েছে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ যানজট।

প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেড় হচ্ছে না কেউ। বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সেই সাথে চলমান এইচএসসি পরীক্ষার্থীরা পড়েছেন চরম দুর্ভোগে।

অনবরত বৃষ্টির কারণে রাস্তার পাশে জমে থাকা পানিতে পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।সেই সাথে বৃষ্টি কারণে ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে রাস্তায় যানবাহন কম থাকায় বিপাকে পড়েছে কর্ম ক্ষেত্রে ও প্রয়োজনীয় বাজার করতে যাওয়া মানুষ। যার কারণে গন্তব্যে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

আবার রিক্সা ও ভ্যান চালকদের কষ্টের শেষ নেই। অনবরত -বৃষ্টির ফলে তাদের ঘরে নেই যেমন খাদ্য সামগ্রী, তেমনি কিস্তির বোঝা তাদের মাথার উপর। তবে রাস্তায় নেই যাত্রী।


এদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দৌলতদিয়া ফেরিঘাট পিচ্ছিল হয়ে যাওয়ায় লোড আনলোডে সময় বেশি লাগছে। ফলে দৌলতদিয়া প্রান্তের প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সিরিয়াল তৈরি হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম গণমাধ্যম কে জানান, বর্তমানে এ রুটে ১৬টি ফেরি চলাচল করছে। তিন দিনের টানা বৃষ্টিতে ঘাটের রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় লোড আনলোডে সময় বেশি লাগছে। যার কারণে দৌলতদিয়া প্রান্তে সিরিয়াল হয়েছে। তবে যাত্রীবাহী পরিবহন কম এবং পণ্যবাহী ট্রাক বেশি।

(একে/এএস/ডিসেম্বর ০৬, ২০২১)