আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান বিশ্বে ৭০০ কোটির বেশি মানুষের বসবাস। কোটি কোটি মানুষের মধ্যে কিছু মানুষ নিজ গুণে ও অনন্য যোগ্যতায় ক্ষমতার শীর্ষে অধিষ্ঠিত হন। আবার ক্ষমতার অপব্যবহার করে সেই ক্ষমতাধর ব্যক্তিদের অনেকে ঝরে পড়েন ইতিহাসের নিকৃষ্টতম স্থানে।

যুক্তরাষ্ট্রের পত্রিকা ফোর্বস ৭০০ কোটি মানুষের ভেতর থেকে খুঁজে বের করেছে ক্ষমতাধর মানুষদের। পত্রিকাটির হিসাবে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেন- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা, জার্মানির চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ওবামা: বারাক ওবামার জন্ম ১৯৬১ সালের ৪ আগস্ট হনুলুলুতে। অর্থনীতি, যুদ্ধ, সংস্কৃতি তিনটি ক্ষেত্রেই সফল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার সুবাদেই মূলত ওবামাকে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। ২০০৯ সালে ওবামা শান্তিতে নোবেলও জিতে নেন।

অঞ্জেলা: বিশ্বের ক্ষমতাধর মানুষের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল। তিনি একই সঙ্গে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর নারীও নির্বাচিত হন। ১৯৫৪ সালের ১৭ জুলাই পশ্চিম জার্মানির হ্যামবুর্গে জন্ম নেওয়া এ নারী রাজনীতিতে যুক্ত হন ১৯৮৯ সালে। তাঁর রাজনৈতিক দলের নাম ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। লেখাপড়া করেছেন ইউনিভার্সিটি অব লাইপজিগে।

পুতিন: তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ান এ রাজনীতিবিদ ২০১২ সালের ৭ মে পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ১৯৯৯ থেকে ২০০০ সাল এবং ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ১৯৫২ সালের ৭ অক্টোবর জন্মগ্রহণ করেন ভ্লাদিমির পুতিন। তাঁর মা ছিলেন কারখানার শ্রমিক। বাবাকে জোর করে সোভিয়েত নৌবাহিনীতে যোগ দেওয়ানো হয়। লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করা পুতিন পেশায় আইনজীবী। ভ্লাদিমির পুতিনের দায়িত্ব গ্রহণের পর থেকে রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতি লাভ করে

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১৭, ২০১৪)