লক্ষ্মীপুরে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে আগামী ১১ ডিসেম্বর (শনিবার) থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো হবে। এতে জেলার প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবেন স্বাস্থ্য বিভাগ।
এ উপলক্ষে বুধবার (০৮ ডিসেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফ্ফার, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাসের শিশুদের নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাসের শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ওই দিন সামাজিক দূরত্ব বজায় রেখে লক্ষ্মীপুরে প্রায় ৩ লাখ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।
(এসএস/এসপি/ডিসেম্বর ০৮, ২০২১)