ঐক্যবদ্ধ হয়ে ১৩ ইউনিয়নেই নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : অপু উকিল

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক সাবেক এম.পি অধ্যাপক অপু উকিল বলেছেন সব ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ঐতিহ্যবাহী কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নেই নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, দল থেকে অনেকেই মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পেয়েছেন একজন। যারা পাননি তারা পর্যায়ক্রমে মনোনয়ন পাবেন। এই আশা মাথায় রেখে মনের কষ্ট এবং সব ভেদাভেদ ভুলে গিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ১৩টি ইউনিয়নেই নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। কোন অবস্থাতেই দলীয় প্রার্থীর বাইরে অবস্থান নেয়া যাবে না। এ বিষয়টি যদি কেউ করেন, প্রথমে করবেন নিজের প্রতি আর করবেন দলের প্রতি। দলের বিরুদ্ধাচরন করলে দল থেকে বহিষ্কারের নিয়মও রয়েছে।
অধ্যাপক অপু উকিল আরো বলেন, দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাকে ভাল মনে করেছেন তার হাতেই নৌকা তুলে দিয়েছেন। উন্নয়নের ধারাকে গতিশীল করতে শেখ হাসিনার সিদ্ধান্তকেই মাথা পেতে নিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আগামী ৫ জানুয়ারীর নির্বাচন হবে নৌকার বিজয়ের নির্বাচন। এ কথা দলীয় সকল সারির নেতাকর্মীদের মনে রাখতে হবে।
বুধবার সন্ধ্যায় এম.পি অসীম কুমার উকিলের জন্মস্থান সান্দিকোনা স্কুল এন্ড কলেজ সম্মেলন কক্ষে সান্দিকোনা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক বর্ধিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সান্দিকোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নৌকার মনোনীত প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, যুগ্ম সাধারন সম্পাদক কামরুল হাসান ভূঞা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান কাজলের সঞ্চালনায় ইউনিয়নের বিভিন্ন সারির নেতাকর্মীরা অধ্যাপক অপু উকিলের বক্তব্যকে স্বাগত জানিয়ে বর্ধিত সভায় তাদের মতামত তুলে ধরেন।
(এসবি/এসপি/ডিসেম্বর ০৮, ২০২১)