মদনে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও’র সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ এর সভাপতিত্বে প্রেসক্লাব সাধারণ সম্পাদক পরিতোষ দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা যুব উন্নয়ন কর্মর্কতা আব্দুল আহাদ, প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাদেকুর রহমান, সাধারন সম্পাদক এজহারুল হক প্রমূখ।
(এম/এসপি/ডিসেম্বর ০৯, ২০২১)