দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার সকাল ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসকের সভাকক্ষে ফরিদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উক্ত অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মাশউদা হোসেন এর সভাপতিত্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বিশেষ অতিথি ছিলেন, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ প্রমুখ।

সভায় বক্তারা বেগম রোকেয়া দিবসে সমাজের সকল শ্রেণিপেশার নারীদেরকে ঘরে বসে না থেকে সমাজ বিনির্মাণে উদ্যোগী ভূমিকা পালন করার আহ্বান জানান। নারীদেরকে পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। সভায় ফরিদপুরের ৫ জন নারীকে জয়িতা পুরষ্কার প্রদান করা হয়।

(ডিসি/এএস/ডিসেম্বর ০৯, ২০২১)