দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর শহরের লক্ষ্মীপুর রেল স্টেশনে সপ্তাহে দুই দিন কবুতরের হাট বসেছে। এ দুদিন হল বৃহস্পতিবার ও সোমবার। অথচ গত এক মাস ধরে বেচাকেনা কমে গেছে কবুতর বিক্রেতাদের। একই সাথে তারা দুটি হাটে এসে খুব একটা স্বস্তিতে নেই।

সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে সোমবার ও বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বিকাল দুইটা পর্যন্ত এসব হাটে কবুতর বিক্রি হয়। কবুতরের পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখি, কোয়েল পাখি ও খরগোশ বিক্রি হয়। এরমধ্যে বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে বাজিগর ১০০০ টাকা করে জোড়া, খরগোশ ৬০০ টাকা করে জোড়া, কোয়েল পাখি ২৫-৩০ করে প্রতি পিস বিক্রি হয়। কিন্তু গত এক মাস ধরে এসব পাখি বিক্রি কমে গেছে এমনকি বেলা দেড়টা পর্যন্ত কোন দোকানি এখনো বিক্রি করতে পারেননি বলে জানান।

দোকানিরা বলেন, শীতের প্রকোপের সাথে সাথেই তাদের ব্যবসা মন্দা ভাব লক্ষ্য করা যায় যার প্রভাবটা এখন থেকে পড়ছে। এদিকে দেশি প্রজাতির কবুতর বিক্রি হলেও, লাক্ষা, মুক্ষি, সিরাজী, গিরিবাজ এই ধরনের কবুতর বিক্রি নেই বললেই চলে।

ফলে এখানকার আগত দোকানিরা খুব হতাশার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছে।

(ডিসি/এএস/ডিসেম্বর ০৯, ২০২১)