রায়পুরে ‘দুনীতিকে না বলুন’ শীর্ষক মানববন্ধন

রায়পুর প্রতিনিধি : ‘দুর্নীতিকে না বলুন’ শীর্ষক মানববন্ধন ও আলোচনা সভা করা হয়েছে লক্ষ্মীপুরের রায়পুরে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে এ কর্মসূচী পালন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এর আয়োজন করেন। মানবন্ধনে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উপজেলা পরিষদের সম্মুখ সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্্জন দাশ। এছাড়াও অংশগ্রহণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ, সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রজিৎ রায়, সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুজ জাহের, টিপু সুলতান, শিক্ষক মোহতাসিম বিল্লাহ, হুমায়ুন কবির, রুবিনা আক্তার, আবু সায়েম চৌধুরী, মাহমুদ সানি প্রমুখ।
(পিআর/এসপি/ডিসেম্বর ০৯, ২০২১)