রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ৫ জয়ীতাকে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁরা অর্থনৈতিক সাফল্য অর্জন, শিক্ষা, চাকুরী, নতুন জীবন গড়া, সমাজসেবা ও সফল জননী। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করে মহিলা বিষয়ক অধিদপ্তর।

সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী কানিজ ফাতেমা, শিক্ষা ও চাকুরীতে উম্মে কাউসার তুলী, নির্যাতনের বিভিষিকা কাটিয়ে নতুন জীবন শুরু করা নারী কুলসুমা বেগম, সমাজ উন্নয়নে সাফল্যে রহিমা খাতুন ও সফল জননী বিভাগে আমেনা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিউলী আক্তার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্্জন দাশ, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা আব্দুস সাত্তার যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জন নেছা পান্না প্রমুখ।

জয়ীতা কানিজ ফাতেমা ও উম্মে কানিজ ফাতেমা বলেন, আমাদের কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা ও ক্রেস্ট পেয়ে আমরা উৎফুল্ল। এ ধরণের পুরস্কার আমাদের নারী সমাজকে এগিয়ে নিতে অনুপ্রেরণা যোগাবে।

(পিকে/এসপি/ডিসেম্বর ০৯, ২০২১)