৫ম ধাপের ইউপি নির্বাচন
মদনে ৮ ইউনিয়নে মনোনয়ন দাখিল

মদন প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৪২ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এ উপলক্ষে সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাচন কার্যালয়ে উৎসব মুখর আনন্দ ঘন পরিবেশ ছিল।
মদনে ৮ ইউনিয়ন পরিষদ থেকে ৪২ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৮জন আওয়ামী লীগ মনোনীত, ২ জন জাতীয় পার্টির লাঙ্গল এবং ৩২ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ গুলোর মধ্যে ৫ আওয়ামী লীগ বিদ্রোহী, বিএনপি স্বতন্ত্র ২৭ জন প্রার্থী মনোয়ন পত্র দাখিল করেছেন। এ ছাড়া উপজেলার ৮ ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী সদস্য পদে ৯২ জন ও সাধারণ সদস্য পদে ২৫১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মদন উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোঃ হামিদ ইকবাল জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে আমরা বদ্ধ পরিকর। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে ১২ ডিসেম্বর। তবে প্রার্থীতা প্রত্যাহার করা হবে ১৯ ডিসেম্বর, ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ৫ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
(এম/এসপি/ডিসেম্বর ০৯, ২০২১)