স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে সুনামগঞ্জের তাহিরপুরে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হান কবিরের সভাপতিত্বে এ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, এসআই গোলাম হক্কানি, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামের চম্পা বেগম ( সমাজ উন্নয়ন), উজান তাহিরপুর গ্রামের ফজিলাতুন্নেছা (আর্থ -সামাজিক উন্নয়ন), চতুর্ভুজ গ্রামের নার্গিস আক্তার (বিভিষিকা ভুলে গিয়ে নব উদ্যমে জীবন শুরু), সীমান্ত গ্রাম রাজাই’র দেলোয়ারা খাতুন (সফল জননী) সহ এ চার জয়িতা নারীকে সংবর্ধনার মাধ্যমে সম্মাননাপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি,সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্ধ সহ গণমাধ্যকর্মীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

(এইচএসএ/এএস/ডিসেম্বর ০৯, ২০২১)