সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : উৎসব আমেজে এবারও নৌকার মনোনয়নপত্র জমা দিলেন ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম। বৃহস্পতিবার দুপুর ১২টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমানের নিকট তার কার্যালয়ে এ  মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক মিয়া মোঃ শফিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ কাজিম উদ্দিন, যিনি নৌকা প্রতীক চেয়েও পাননি মোঃ সামসুল আলম, কামরুজ্জামান খান সোহাগ, ইসলাম উদ্দিন ও তার কন্যা দিনা। 

বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নেত্রকোণা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিলের জন্মস্থান সান্দিকোণা গ্রামে। এই সান্দিকোনা ইউনিয়ন পরিষদ থেকেই ৫ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সান্দিকোণা ইউনিয়ন আওয়ামীলীগের আজীবন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম। মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলের তোরা দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এম.পি অসীম কুমার উকিল ও অধ্যাপক অপু উকিল সহ দলীয় সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় তিনি বলেন, হয়তবা এটিই হবে আমার শেষ নির্বাচন। এই নির্বাচনে সকলেই আমাকে শেষ বারের মতোয় নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। এজন্য আমি সকলের নিকট দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।

(এসবি/এসপি/ডিসেম্বর ০৯, ২০২১)