সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দেন সব প্রার্থীরা। মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখ ছিল ৯ ডিসেম্বর বৃহস্পতিবার।

বৃহস্পতিবার নেত্রকোণার কেন্দুয়া উপজেলা শহর ছিল মিছিলের নগরী। চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারন সদস্য পদে ৭শ ৮৪ জন প্রার্থী পৃথক পৃথক ভাবে ৬ জন রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। তবে নৌকা মার্কার ১৩ জন প্রার্থীর সমর্থনে মিছিল ছিল চোখে পড়ার মত। প্রতেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়পত্র জমা দেন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান জানান, ১৩ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৬৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১শ ৬১ জন এবং সাধারন সদস্য পদে ৫শ ৫৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই বাছাইয়ের পর বলা যাবে বৈধ প্রার্থী কতজন হবে।

তিনি বলেন, রিটার্নিং অফিসারদের কার্যালয়ে সব প্রার্থীরাই অনধিক ৫ জনকে নিয়ে নিয়মতান্ত্রিক ভাবে মনোনয়পত্র জমা দিয়েছেন। নির্বাচনে আচরন বিধি লঙ্ঘন করলে সে বিষয়ে আমরা পদক্ষেপ নেব।

(এসবি/এসপি/ডিসেম্বর ১০, ২০২১)