মদনে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ

মদন প্রতিনিধি : নেত্রকোনার মদনে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান মদন গ্রুপের উদ্যোগে ২শতাধিক দরিদ্র শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার বালালী বাঘমারা শাহজাহান কলেজে সংগঠনের প্রধান উপদেষ্টা আল মনসরুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার ভূমি উম্মে সালমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মামুন সিরাজুল কাদের, উপজেলা সাবেক কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, শিক্ষক তাহের মাস্টার, আতাউর রহমান পুতুল, যুবলীগ নেতা সুভ্রত হাসান তূর্য, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, চেয়ারম্যান প্রার্থী মেহেদি হাসান খান জুসেফ, সংগঠনের সদস্য মিজানূর রহমান সোহাগ, ইমরান হোসেন, আব্দুল জব্বার জুয়েল,তন্নি আক্তার প্রমূখ।
(এম/এসপি/ডিসেম্বর ১১, ২০২১)