সিরাজগঞ্জে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার আবেদনেও বদলি হচ্ছে না ভান্ডার রক্ষকের!

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আবেদনের পরেও স্বাস্থ্য কমপ্লেক্সের ভান্ডার রক্ষকের বদলি হচ্ছে না। নিয়মিত অফিস না করা, কর্মকর্তাদের আদেশ না মানা ও স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগে অভিযুক্ত এই ভান্ডার রক্ষকের কর্মকান্ডে হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেনের লিখিত আবেদনসূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভান্ডার রক্ষক মোঃ একরামুল নিয়মিত অফিস করেন না, মানেন না কোন উদ্ধর্তন কর্মকর্তার আদেশ। অফিস আদেশ মানতে চাপ প্রয়োগ করায় নানা সময়ে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন তিনি। দীর্ঘদিন যাবৎ একই অফিসে থাকায় লঙ্ঘিত হচ্ছে চাকরি বিধান। এতে হাসপাতালটির কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে। এই সমস্যা সমাধানে ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকান্ড স্বাভাবিকভাবে পরিচালনার স্বার্থে ভান্ডার রক্ষক একরামুল হককে বদলির জন্য চলতি মাসের ২ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি আবেদন পাঠান উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। স্বারক নং-উস্বাক/উল্লা/সিরাজ/২০২১/১৭৬৬। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আবেদনের পরেও স্বপদে বহাল রয়েছেন ভান্ডার রক্ষক একরামুল হক। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনিক নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
(আই/এসপি/ডিসেম্বর ১১, ২০২১)