ফরিদপুরে সাংবাদিকদের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর প্রেসক্লাবের বর্তমান কমিটির অগঠনতান্ত্রিক কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকেরা।
রবিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল, গোলাম মোঃ নাসির, আশিষ পোদ্দার বিমান, আনোয়ার জাহিদ, কামরুজ্জামান সোহেল প্রমুখ।
বক্তারা এসময় প্রেসক্লাবের কার্য নিবার্হী কমিটির নানা অবৈধ কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, অবৈধভাবে যাদের ভোটার করা হয়েছে তাদের বাদ দেওয়া না হলে আগামীকে কঠোর কর্মসূচি প্রদান করা হবে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
(এম/এসপি/ডিসেম্বর ১২, ২০২১)