মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : শনিবার সন্ধ্যায় ফরিদপুরের মধুখালীতে আবুুল মার্কেটের নিচতলায় উপজেলা বিএনপির উপজেলা বিএনপি’র আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় মধুখালী পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ সতেজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোঃ আবু জাফর।

এ সময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ গোলাম মনসুর নান্নু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্যা, যুগ্ন সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম ফকির, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক ফরিদুল ইসলাম সাগর, ওবায়দুর রহমান, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের ইয়াসিন বিশ্বাস, মোঃ কামাল মাষ্টার, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুক্তার হোসেন মুক্তার, যুবনেতা মাহাবুব তালুকদার, গোলাম মুহিম প্রমূখ। সভায় ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বীর মুক্তিযোদ্ধা ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোঃ আবু জাফর সহ সকলে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির প্রয়াত নেতাদের কবর জিয়ারত, মেছরদিয়া গ্রামের আব্দুর সামাদের জানাযায় অংশ নিয়ে অসুস্থ বিএনপি নেতা কর্মীদের বাড়ীতে গিয়ে তাদের পরিবারের খোজ খবর নেন।

(এম/এসপি/ডিসেম্বর ১২, ২০২১)