কেন্দুয়া প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রবিবার যাচাই বাছাই কার্যক্রম শেষে বেলা ২ টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আমিনুর রহমান খান পাঠান অলি। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার প্রতিপক্ষের দলীয় প্রার্থী তার কর্মী সমর্থকদের নানা ভাবে হুমকি ধমকি ও ভয়ভিতি দেখাচ্ছে। তিনি এ বিষয়ে রিটার্নিং অফিসারের নিকট সময়মত অভিযোগ দাখিল করবেন। আমিনুর রহমান খান পাঠান বলেন, আমি কোন দলের বিরুদ্ধে প্রার্থী না। স্বতন্ত্র প্রার্থী হলেও বঙ্গবন্ধু আমার আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনা আমার নেত্রী। এই দলপা ইউনিয়নের নির্বাচনে জনগন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে ভোট দিতে পারে সে লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা চান তিনি।

কেন্দুয়া উপজেলা সদরের একটি হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় তার সঙ্গে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দিন, জোনাঈদ আহম্মদ আল হাদী ও জামিউল শাহ রবিন।

(এসবি/এসপি/ডিসেম্বর ১২, ২০২১)