সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এর পর র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইন উদ্দিন খন্দকার। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, ওসি কাজী শাহ নেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা ও উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন ভূঞা প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

(এসবি/এসপি/ডিসেম্বর ১২, ২০২১)