সালথা (ফরিদপুর) প্রতিনিধি : এক ইঞ্চি জমিও যেন অনাবাদী পড়ে না থাকে- মাননীয় প্রধানমন্ত্রীর এ বক্তব্য বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক গৃহীত " অনাবাদী পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন" প্রকল্পের আওতায় এ বছর ফরিদপুরের সালথা উপজেলায় প্রথম ধাপে ৩২টি বাগান স্থাপন করা হয়েছে।

প্রকল্পভুক্ত ৩২ জন কৃষকের প্রত্যেককে ১ টি করে সেচ দেবার ঝাঝরি, সাইনবোর্ড, বেড়া তৈরির নেট, রাসায়নিক ও জৈব সার বিতরণ করা হয়।

রবিবার বিকালে উপজেলা পরিষদ চত্তরে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

ইতোপূর্বে সকল কৃষকদেরকে সবজি বীজ ও ফলের চারা বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থবছরে উপজেলায় মোট ১২৮ টি বাগান স্থাপন করা হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস বলেন, মাত্র ১.৫ শতাংশ জমিতে সবজি চাষের মাধ্যমে একটি পরিবারের সারাবছরের সবজির চাহিদা মেটানো সম্ভব। অনাবাদী পতিত জমি ও বসত বাড়ির আঙিনাকে কাজে লাগিয়ে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে মেধাবী জাতি গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

(এএনএইচ/এএস/ডিসেম্বর ১২, ২০২১)