ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে এগারটার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলী আদালতে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

বাদিপক্ষের আইনজীবি এ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা জানান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে কটুক্তি ও বাজে মন্তব্য করেন। এতে তাদের মানহানি হয়। এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলী আদালতে একটি মানহানির মামলার আবেদন জমা দিয়েছেন। সদর আমলী আদালতের বিচারক বেলাল হোসেন মামলাটি গ্রহন করে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।

(আইএইচ/এএস/ডিসেম্বর ১৩, ২০২১)