কানাইপুরের রনকাইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন জাদু মিয়া

আবু নাসের হুসাইন, সালথা, ফরিদপুর : ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হলেন মোঃ মশিউর রহমান জাদু মিয়া। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ে নির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবা আক্তার, মোঃ মশিউর রহমান জাদু মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামা প্রসাদ ঘোষাল সহ পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকবৃন্দ।
রনকাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামা প্রসাদ ঘোষাল বলেন, গত ৮ডিসেম্বর ২১ ইং তারিখে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৮ জন অভিভাবক সদস্য ও দুইজন মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বীতা করেন। এরমধ্যে ৪জন অভিভাবক সদস্য ও একজন মহিলা সদস্য নির্বাচিত হন।
তিনি আরো বলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদে ৪জন নির্বাচিত অভিভাবক সদস্য, একজন নির্বাচিত মহিলা সদস্য, তিনজন শিক্ষক সদস্য ও একজন দাতাসহ মোট ৯জন সদস্য রয়েছে। এরমধ্যে দাতা সদস্য বাদে বাকি ৮জন সদস্যের সম্মতিক্রমে সোমবার সকাল ১০ টায় মশিউর রহমান জাদু মিয়া সভাপতি নির্বাচিত হয়েছেন।
(এএনএইচ/এএস/ডিসেম্বর ১৩, ২০২১)