ফরিদপুরে কালী মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে মহানাম সংকীর্তন
.jpg)
দিলীপ চন্দ, ফরিদপুর : শহরের শোভারামপুর রঘুনন্দনপুর যৌথ উদ্যোগে শুরু হয়েছে ধর্মীয় অনুষ্ঠান। শোভারামপুর ও রঘুনন্দনপুর এর সাহা পাড়া কালী মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান চলছে।
আগামী বৃহস্পতিবার অষ্টকালীন লীলা কীর্তন এর মাধ্যমে সমাপ্তি হবে এ অনুষ্ঠানের । ধর্মীয় অনুষ্ঠান এর মধ্যে রয়েছে শ্রীমদ্ভগবদগীতা পাঠ, অষ্টকালীন লীলা কীর্তন, মহানাম সংকীর্তন, মহানাম যজ্ঞ, নগর কীর্তন, কুঞ্জ ভঙ্গ, ইত্যাদি।
এদিকে উৎসব চলাকালে প্রতিদিনই এখানে অসংখ্য লোক উপস্থিত হতে দেখা যায় । এছাড়া উৎসব উপলক্ষে এখানে একটি ছোট মেলার আয়োজন করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, গত ৩ ডিসেম্বর হতে এখানে এ ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে।
(ডিসি/এসপি/ডিসেম্বর ১৩, ২০২১)