চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে বৃহস্পতিবার সকালে কাভার্ডভ্যানচাপায় মা ও ছেলে নিহত হয়েছে।

নিহতরা হলেন- কুলছুম (৪৫) ও তার ছেলে মনিরুল ইসলাম (১২)। তাদের বাড়ি বরিশালে।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি জাকির হোসেন জানান, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান পথচারী মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মা কুলসুম বোয়ার কাজ করেন। আর ছেলে মাকে সহযোগিতা করে থাকে। তারা প্রতিদিন ওই পথ দিয়ে কর্মস্থলে যেত।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৮, ২০১৪)