চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জামায়‍াতের ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও সড়ক অবরোধ করেছে শিবির কর্মীরা।

বৃহস্পতিবার সকালে শিবির কর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের পিটিআই মোড়ে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে পালিয়ে যায় পিকেটাররা।

এদিকে, হরতালে চাঁপাইনবাবগঞ্জ শহরের দোকানপাট বন্ধ রয়েছে। ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেলেও ছেড়ে যায়নি দুরপাল্লার কোনো বাস।


হরতালে নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহলে রয়েছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জের এনডিসি আব্দুল্লাহ আল মামুন জানান, হরতালে সহিংসতা এড়াতে জেলার ৫ উপজেলায় ৮ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৮, ২০১৪)