ফরিদপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আবু নাসের, সালথা, ফরিদপুর : নানা কর্মসূচির মধ্যে দিয়ে ফরিদপুরে শহীদ বুদ্ধজীবী দিবস পালিত হয়েছে। উল্লখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, আলোচনা সভা ও আলোক প্রজ্জ্বলন।
১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় স্বাধীনতা চত্ত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামানসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকল শ্রেণিপেশার মানুষ।
সকাল ১০ টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অতুল সরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা। অন্যান্যের মধ্যে সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মোহাম্মদ শাহজাহান, শ্যামল ব্যানার্জি, আনসার ভিডিপি জেলা কমান্ডার নাদিয়া মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বেপারী, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান মুরাদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার আবু সুফিয়ান চৌধুরী কুশল প্রমুখ বক্তব্য প্রদান করেন।
(এএন/এএস/ডিসেম্বর ১৪, ২০২১)