ফরিদপুর প্রতিনিধি : বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের উত্তসুরী জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মেজ ভাইজান মোজাদ্দেদী ছাহেবের নির্দেশে ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে জাকের পার্টির আজিমুশ্বান ইসলামী জলসার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বাদ আছর মরহুম আঃ মান্নান মোল্লার বাড়ীতে এ জলসা শুরু হবে। মরহুম আঃ মান্নান মোল্লার বড়পুত্র মোল্লা মোঃ মাহবুবুর রহমান ও মেজপুত্র জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া সকল জাকেরান-আশেকান ও ধর্মপ্রান মুমিন মুসলমান ভাইদের দেলে মহব্বত পয়দা করার জন্য উক্ত জলসায় আমন্ত্রণ জানিয়েছেন।

এ জলসায় বরন্য আলেম ওলামাগণ কোরআন-হাদিসের আলোকে মুল্যবান বয়ান করবেন। বয়ান শেষে মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হবে।

(এন/এসপি/ডিসেম্বর ১৪, ২০২১)