দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে আপন সহোদর আরাধন ও দুর্জয়ের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আজ বুধবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটায় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী বানারীপাড়া ফরীদাবাদ ফরিদপুরের এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এ সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা গুরুপদ বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জসিম বেপারী, সুবোধ মালো, তারক মন্ডল, গোবিন্দ বিশ্বাস, মনিন্দ্র বিশ্বাস, কলি রানী প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে মামলা মোকদ্দমা বিরোধের জের ধরে, মাত্র তিন বছরের ব্যবধানে সন্ত্রাসীরা প্রথমে হারাধন এবং পরে সুজয়কে হত্যা করেন। একই পরিবারের দুই ভাইকে সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করা য় তার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এর ফলে উপার্জনক্ষম দুজন ব্যক্তিকে হারিয়ে পরিবারটি চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

তারা অবিলম্বে এ ঘটনায় জড়িত আসামি কাব্য রাহা, তীব্র রাহা, আকাশ, বাদল রাহা, ববিতা রাহা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর বরাবরে এক স্মারকলিপি প্রদান করেন।

(ডিসি/এসপি/ডিসেম্বর ১৫, ২০২১)