আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান আগামী রবিবার করাচিতে এক দলীয় সমাবেশে ভাষণ দেবেন। বুধবার দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দলটি এখন থেকে দেশের প্রধান প্রধান শহরে বিক্ষোভ সমাবেশ করবে। প্রতি সপ্তাহে একটি করে সমাবেশ করা হবে। এর অংশ হিসেবে আগামী রবিবার করাচি শহরে সমাবেশ করার সিদ্ধান্ত হয়।

সাবেক ক্রিকেটার ইমরান খানের বানি গালার বাসভবনে বুধবার রাতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, পিটিআই আন্দোলন থেকে সরে আসেনি। বরং রাজধানীতে চলা এ আন্দোলন এখন সারাদেশে ছড়িয়ে দিতে হবে।

সাপ্তাহিক প্রতিবাদ সমাবেশের প্রথম স্থান হিসেবে করাচিকে বেছে নেয়ার কারণ হলো- সেখানে পিটিআইয়ের ব্যাপক সমর্থন রয়েছে। সম্প্রতি মাসব্যাপী যে সরকারবিরোধী আন্দোলন অনুষ্ঠিত হয় তাতে করাচিতে ব্যাপক সাড়া পাওয়া পায় দলটি। এর আগে ইমরান খান নিজেই সমর্থকদের ধন্যবাদ জানাতে করাচি যাওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, পিটিআই গত ১৪ আগস্ট প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে রাজধানী ইসলামাবাদে অবস্থান ধর্মঘট শুরু করে। দলটির অভিযোগ ২০১৩ সালের নির্বাচনে নওয়াজ শরীফ ভোট কারচুপি করে ক্ষমতায় এসেছেন। পিটিআইয়ের এ আন্দোলনে শুরু থেকেই শরীক হয় পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি)। পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় সরকার ও বিরোধীপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। যা অব্যাহত আছে। সূত্র: ডন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৮, ২০১৪)