কর্ণফুলীতে নৌকা ডোবাতে বহিষ্কৃত আ.লীগ নেতা নাজিমের রাত্রিকালীন প্রচারণা!

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম কর্ণফুলীতে নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করতে এক আওয়ামী লীগ নেতার চক্রান্তের কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। ওই নেতার নাম নাজিম উদ্দিন হায়দার। তিনি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মিল্ক ভিটার পরিচালক। তবে সদ্য বহিষ্কৃত।
উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে আরেক বহিষ্কৃত আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (প্রতীক চশমা) মোহাম্মদ আলীকে কিভাবে বিজয়ী হতে হবে, তার কৌশল এবং এলাকার সাধারণ মানুষকে বিভ্রান্তি করতে তিনি মোবাইল ফোনে চশমার পক্ষে কাজ করার জন্য নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সাধারণ মানুষকে ধোঁকা দিতে নাজিম উদ্দিন হায়দার রাত্রি বেলায় আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রতারণায় নেমেছেন। এ ধরনের একটি গোপন ভিডিও ও ছবি গত বুধবার এ প্রতিবেদকের হাতে এসেছে। অগ্রযাত্রায় চরলক্ষ্যা ফেসবুক পেইজেও।
এদিকে নাজিম বিষয়টি স্বীকারও করেছেন, সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা যায়, রাতের বেলায় চশমা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলীর সাথে হাস্যউজ্জ্বল অবস্থায় নাজিম উদ্দিন হায়দারের ছবি ও ভিডিও। লক্ষ্য করা যায় তাতে, পান্জাবী পরিহিত নাজিম। গায়ে কালো সুয়েটার ও মুখে মাপলার প্যাঁচিয়ে সাধারণ ভোটারদের কাছে নৌকার বিরুদ্ধে ভোট চাচ্ছেন।
এর আগে একই ইউনিয়নে নৌকার মনোনয়ন চেয়ে তিনি ব্যর্থ হন। অনেকেই জানান, এই ক্রোধ থেকে দল থেকে দুবার বহিষ্কার হয়েও দলের বিরুদ্ধে গিয়ে এসব প্রচারণা করছেন। যা দলীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও ভূমিমন্ত্রীর বিরুদ্ধে যাওয়ার শামীল বলে মনে করেন। কেননা নৌকা মনোনয়ন দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ কর্মীদের অভিযোগ, নির্বাচনে দলীয় নেতারা মঞ্চে একরকম বক্তব্য রাখলেও ভেতরে-ভেতরে তাঁরা অন্য খেলা খেলেছেন। যার কারণে দলীয় প্রার্থীদের ভরাডুবির আশঙ্কা করছি। বেশির ভাগ আওয়ামী লীগ নেতা যাঁর যাঁর ইউনিয়নে নৌকার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এরা মুখোশধারী শয়তান। মস্ত বড় বেঈমান।
জানতে চাইলে নাজিম উদ্দিন হায়দার বলেন, আমি এখন একটা মিটিং এ আছি পরে কথা বলব। ৩০ মিনিট পরে একাধিকবার কল দিলেও আর ফোন রিসিভ করেনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী বলেন, ‘আমাদের সমন্বয়ের অভাবেই এমনটি ঘটেছে। তবে নৌকার জনপ্রিয়তা কমেছে, এটা আমি বিশ্বাস করি না। চরলক্ষ্যা সব সময় আওয়ামী লীগের ঘাঁটি। অতীতে যাঁরা এখানে জয় পেয়েছেন, তাঁরা আওয়ামী লীগের নৌকা নিয়ে বিজয়ী হয়েছিলেন। এবারও নৌকার বিজয় হবে।
(জেজে/এসপি/ডিসেম্বর ১৬, ২০২১)