স্টাফ রিপোর্টার : ন্যাপ, কমিউনিষ্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, বিশেষ গেরিলা বাহিনীর ২৪ মুক্তিযোদ্ধার ভুয়া সনদ ও তাদের নামে প্রকাশ করা গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

উপসচিব মো. সলিমুল্লাহ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ২০১২ সালে মুক্তিযোদ্ধার দাবির বিষয়ে ন্যাপ, কমিউনিষ্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধাদের দুই হাজার ৩৬৭ জনের নামে গেজেট প্রকাশ করা হয়।

মো. মমতাজ আলী আকন্দ নামের এক ব্যক্তি এদের মধ্যে ২৬ জনের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগে রিট পিটিশন দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ২৬ জনের মধ্যে ২৪ জনই ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হয় বলে ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

এরা সবার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়।

সনদ বাতিল হওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছেন- মো. গওহুল আলম পিতা: শহীদ দাড়িকা ব্যাপারী, জয়ন্ত কুমার সাহা পিতা: অনন্ত কুমার সাহা, নিখিল রঞ্জন সাহা পিতা: অনন্ত কুমার সাহা, অনন্ত কুমার সাহা পিতা: মৃত গিরিশ চন্দ্র সাহা, মো. মহসীন আলী প্রামাণিক পিতা: মৃত গিয়াস উদ্দিন প্রামাণিক, সুভাস চন্দ্র চৌধুরী পিতা: শ্রীশ চন্দ্র চৌধুরী, আবুল বাসার সরিয়তুল্যা পিতা: মৃত ইনছাফ উদ্দীন, রফিউদ্দৌলা চৌধুরী পিতা: জামাল উদ্দিন চৌধুরী, বাহদুর দাস পিতা: মোংলা দাস, মো. শাহ আলম পিতা : মৃত চেংটু শেখ, এস এম মঞ্জুরুল আলম পিতা: ডা. এস এম আবদুল হামিদ, মো. আনছার আলী সরকার পিতা: মৃত রজিত উল্যা, আবদুর রশিদ আকন্দ পিতা: মৃত এস এম মহীউদ্দিন আকন্দ, আবদুল আহাদ পিতা: মৃত আফাজ উদ্দিন, মো. সামসুল হক প্রধান পিতা : মৃত খেইল উদ্দিন প্রধান, মো. জামিল আহমেদ পিতা: মৃত তমিজ উদ্দিন সরকার, মো. আনোয়ার হোসেন আকন্দ পিতা: মহিউদ্দীন আকন্দ, রোজ মোহাম্মদ আনছারী পিতা: মো. নওসের আলী আনছারী, মো. আবদুল জলীল মন্ডল পিতা: মৃত কেতাব আলী মন্ডল, মুকুল চন্দ্র সাহা পিতা: মৃত মনমোহন সাহা, এরশাদ আলী পিতা: ধজিব উদ্দিন, মো. মঞ্জিল হোসেন পিতা: সাহাব উদ্দিন, মো. আবদুর রাজ্জাক আকন্দ পিতা: মৃত গিয়াস উদ্দিন আকন্দ ও মো. শাহজাহান পিতা: মৃত আফিল উদ্দিন।

সর্বশেষ গত ১০ আগস্ট ৩১ সরকারি চাকুরের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়। এর আগে ২১ জুলাই ৩৫ মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ বছর মোট ২০৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানা গেছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৮, ২০১৪)