মদনে মহান বিজয় দিবস উদযাপন
.jpg)
মদন প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনার মদনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রত্যূষ ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধের পাদদেশে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
একে একে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন- উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক,শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান, ইউএনও বুলবুল আহমেদ, অধ্যক্ষ শফিকুর রহমান, আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, পৌর সাইফুল ইসলাম সাইফ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ , প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম, সাধারণ সস্পাদক পরিতোষদাসসহ নিজ নিজ সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
(এম/এসপি/ডিসেম্বর ১৬, ২০২১)