মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : বৃহস্পতিবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রইছুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দ্রুতগামী এম এম পরিবহন (ঢাকা মেট্রা ব-১৫-৪৬৮৩) নামের একটি যাত্রীবাহি বাসের চাপায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত স্কুল ছত্রীর নাম সাজেদা পারভীন(১২)। সে উপজেলার রায়পুর ইউনিয়নের দামোদরদী গ্রামের বকুল শেখের কণ্যা। ওই স্কুল ছাত্রী এ বছর দামোদরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে মধুখালী রইছুননেছা বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য ভর্তি ফরম সংগ্রহ করেছিল। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
জানা গেছ, সকালে সে ফুফাতো বোনের সাথে মধুখালী উপজেলা সদরে ১৬ ডিসেম্ববারের অনুষ্ঠান দেখতে এসে এ সড়ক দূর্ঘটনার প্রাণ হারান।
(এম/এসপি/ডিসেম্বর ১৬, ২০২১)