দিলীপ চন্দ, ফরিদপুর : হাজারো মানুষের শ্রদ্ধার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে ফরিদপুরে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীও‌ মহান বিজয় দিবস উপলক্ষে গোয়ালচামট পুরাতন বাস স্ট্যান্ড বুদ্ধিজীবী মঞ্চে হাজার হাজার মানুষ  শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।

সকালে বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাদের শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের শুরুতেই মহান মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পরে মোনাজাত করা হয়।

এরপর প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর ৩ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এর পক্ষে জেলা প্রশাসক। এরপর ফরিদপুর জেলা প্রসাশক , পুলিশ সুপার , হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ , বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর জেলা পরিষদ , ফরিদপুর পৌরসভা, ফরিদপুর প্রেসক্লাব, মটর শ্রমিক ইউনিয়ন,বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠন , সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াছিন কলেজ, যুব মহিলা লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বিভিন্ন এনজিও সংগঠন, সহ প্রায় শতাধিক সংগঠন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে।

এরপর স্বাধীনতা চত্বরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর আগে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ছোট-বড় অসংখ্য মিছিল শহর প্রদক্ষিণ করে।

(ডিসি/এএস/ডিসেম্বর ১৬, ২০২১)