সালথায় মহান বিজয় দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা : মুজিব শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি কলামিষ্ট ও গীতিকার শাহদাব আকবর লাবু চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, মামুন মিয়া, বাকি বিল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করেন সালথা লালন নবধারা সংগীত একাডেমীর শিল্পীবৃন্দ।
(এন/এসপি/ডিসেম্বর ১৬, ২০২১)