মদনে ফ্রেন্ডস এসোসিয়েশনের পুনর্মিলনী

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রেন্ডস এসোসিয়েশন জাহাঙ্গীরপুর টি, আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি/৯৪ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শুক্রবার সংগঠনের সদস্যরা স্কুল প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে সংগঠনের সদস্যদের পরিবার পরিজন নিয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় আল মনসুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আনোয়ারা জেবুন্নাহার, প্রাক্তন পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন সফিক, প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম, সাধারণ সম্পাদক পরিতোষ দাস, মুশফিকুর রহমান হিমু, সাখাওয়াত হোসেন ভূইয়া, মির্জা সোহাগ, জয়দেব পাল উৎপল, সমরজিত বৈশ্য শংকু, জহির রায়হান মিলন, দেওয়ান মাহবুবা রহমান নূপুর, অনামিকা দাস প্রমুখ। সভা শেষে প্রীতিভোজ, ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
(এএমএ/এএস/ডিসেম্বর ১৭, ২০২১)