কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৪

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ ব্যক্তি আহত হয়েছেন। উপজেলার ফকিরনীর হাট এলাকায় রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জহির জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিপক্ষের হামলায় আহতরা হলেন- শিকলবাহা ইউনিয়নের জাফর আলী মুন্সি গ্রামের একই পরিবারের মো. মোস্তাফিজুর রহমান (৬০), মোর্শিদা আক্তার (৪৮), তাদের ছেলে মো. মিজানুর রহমান (৩৩) ও অপর ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)।
সূত্রে জানা যায়, উপজেলার ফকিরনীর হাট গ্রামে সকাল সাড়ে এগারোটার দিকে আব্দুল আজিজের সাথে জমিজমা পরিমাপ করতে গিয়ে মোস্তাফিজুর রহমানের পরিবারের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল আজিজ প্রকাশ ভেরিনগ্যা, আরাফাত ও আজিম উদ্দিন সাগরের নেতৃত্বে ২৫/৩৫ হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোস্তাফিজুর রহমানের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।
এ সময় হামলাকারীদের হাত থেকে মোস্তাফিজুর রহমানকে রক্ষা করতে গেলে তারা গুরুতর আহত হন। পরে বাড়ির লোকজন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল মাহমুদ জানান, এই ঘটনায় এখনো পযন্ত কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'
(জেজে/এসপি/ডিসেম্বর ১৯, ২০২১)