ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন খোকন মাষ্টারের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে কৈজুরি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জগতলায় গ্রামবাসির উদ্যোগে আয়োজিত জনসভায় হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন স্থানীয় গ্রামপ্রধান ইউসুফ প্রামানিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন খোকন মাষ্টার। আরও বক্তব্য রাখেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ নুরুজ্জামান, স্থানীয় রফিকুল ইসলাম শাহিন, ফয়জাল সরকারসহ স্থানীয় মুরুব্বিরা।

সভায় বক্তারা বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতিকের আওয়ামী লীগের প্রার্থী মোঃ সাইফুল ইসলামের অনিয়মের তুলে ধরে বলেন, সাইফুল ইসলাম অনিয়মে জর্জরিত করে ফেলেছে কৈজুরি ইউনিয়ন পরিষদকে। তিনি আবারো ভোট কেটে চেয়ারম্যান হবার দিবাস্বপ্ন দেখছে। আগামী ২৬ তারিখ এই দিবাস্বপ্ন ভেঙে দিয়ে কৈজুরি ইউনিয়নের মানুষকে দুর্নীতিবাজের হাত থেকে রক্ষা করতে হবে। বক্তারা আরও বলেন, সাইফুল চেয়ারম্যান বলছে, ২ কোটি ব্যায় করে নমিনেশন পেয়েছি, আরো ১ কোটি ব্যায় করে চেয়ারম্যান হবো। ভোট কাটবে প্রশাসন। বক্তারা আরও বলেন, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবেন, কোন কারচুপি হবে না ইনশাআল্লাহ।

(আই/এসপি/ডিসেম্বর ১৯, ২০২১)