কর্ণফুলী প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় ট্রাক-ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলিচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার আনোয়ারা-বরকল সড়কের বিলপুর রাস্তার মাথা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত ট্রলিচালকের নাম মোহাম্মদ তৌহিদ (২২)। তিনি উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী গ্রামের আবদুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ারা থেকে ছেড়ে যাওয়া বালু বোঝাই ট্রলিটি বিলপুর রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক তৌহিদ মারা যান।

আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তৌহিদ নামের ট্রলিচালক মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনি সিদ্ধান্ত নেওয়া হবে।

(এম/এসপি/ডিসেম্বর ২১, ২০২১)