টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে খাদের পানিতে ডুবে সিয়াম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামে এ ঘটনা দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম  সোহরাওয়ার্দী তালুকদারের ছেলে।

স্থানীয়রা জানায়, সিয়াম বাড়ির আঙিনায় খেলার সময় পাশের খাদে পরে যায়। শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। এ সময় শিশুটির হাতে থাকা রুটি বানানোর বেলনা খাদের পাশে পড়ে থাকতে দেখে তারা খোঁজাখুঁজি করে শিশু সিয়ামকে দেখতে পান স্বজনরা। পরে খাদ থেকে সিয়ামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

(এসএএম/এএস/ডিসেম্বর ২১, ২০২১)