জে.জাহেদ, চট্টগ্রাম : আগামী ২৬ ডিসেম্বর কর্ণফুলী উপজেলায় জুলধা ইউনিয়নে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবাধ নিরেপক্ষ সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ও কর্মী সমর্থকদের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মুছা ও তাঁর আত্মীয় স্বজন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার জুলধা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাবুদ মার্কেটস্থ (২য় তলা) পাইপের ঘোড়া বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভাই মোহাম্মদ নুর লিখিত বক্তব্যে জানান, এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী চশমার পক্ষে জনজোয়ারের দেখা দিয়েছে। প্রশাসন একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন বলে আমরা আশাবাদী। কিন্তু আচরণবিধি ভঙ্গের অনেক ঘটনা ঘটেছে। তাতে আমরা শঙ্কিত। সরকার দলীয় লোকজন নৌকার কর্মী সমর্থকেরা বিভিন্ন ভাবে স্বতন্ত্র প্রার্থীদের হুমকি দমকি ও কেন্দ্র দখল, ভয়ভীতি হয়রানির কথা বলছেন।'

তিনি আরও বলেন, জুলধা ইউপিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২,৩ ও ৬ নং ওয়ার্ড। বলতে গেলে সব ঝুঁকিপূর্ণ। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করতেছি, যাতে মানুষ স্বাধীন ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।'

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ মুছা বলেন, নৌকার প্রার্থীরা এমন বক্তব্য দেয় যা শোনে জনগণ শঙ্কিত। প্রতিপক্ষ বিভিন্ন ভাবে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছেন। সরকার দলের প্রার্থীদের হুমকির মুখে আমি নিরাপত্তা হীনতার মধ্যে রয়েছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে গ্রহণ করার দাবি জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী হাজী মুহাম্মদ নুরুল হক বলেন, 'এটা অবান্তর কথা। আমার কর্মী সমর্থক কাউকে হুমকি বা হয়রানি করছি না।'

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বতন্ত্র (চশমা প্রতীক) প্রার্থীর ভাই মো. বাদশা, সাবের আহম্মেদ, আবুল কাশেম ও মো. হাশেম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ।

(জেজে/এসপি/ডিসেম্বর ২৩, ২০২১)