প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলাধীন ৯ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনে সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল চারটার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা লিটন মিয়া, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনাহার রিটা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ার মোর্শেদ প্রমুখ।

(পিবি/এসপি/ডিসেম্বর ২৪, ২০২১)