কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নের নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কোমড় বেঁধে মাঠে নেমেছেন বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সাবেক এম.পি অধ্যাপক অপু উকিল। নির্বাচনী প্রচারনাকালে তিনি বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন। নৌকা মার্কায় দিলে ভোট জনগণের হবে সুখ। সবাই নৌকায় ভোট দিন। আসবে দেশে সুদিন।

রবিবার কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা মার্কার প্রার্থী তাপস ব্যানার্জীর সমর্থনে এক পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিয়ামুল কবীর সজল বাচ্চু। পরে বিষ্ণুপুর ক্লাবঘর প্রাঙ্গনে নৌকা মার্কার প্রার্থীর সমর্থনে আরেকটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌকার মার্কার ভোট চান তিনি।

এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান। এ দুটি পথসভায় বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নূর খান মিঠু, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভ‚ঞা, জেলা আওয়ামীলীগের সদস্য দীপায়ন সরকার দীপ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাপাদক কামরুল হাসান ভূঞা, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নৌকা মার্কার প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপস ব্যানার্জী, শাহজাহান খন্দকার রতন প্রমুখ।

(এসবি/এএস/ডিসেম্বর ২৬, ২০২১)