কান্দিউড়া ইউনিয়নে মালাউনের বাচ্চার কোন নেতৃত্ব চলবে না বলে ভাংচুর লুটপাট
কেন্দুয়া প্রতিনিধি : কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী তাপস ব্যানার্জীকে সাম্প্রদায়িক গালিগালাজ করে তার কর্মী সমর্থকদের ৩টি মোটরসাইকেল ভাংছুর ও টাকা লুট করে নিয়ে গেছে স্বতন্ত্র ঘোড়া মার্কার প্রার্থী মাহাবুব আলম বাবুল ও তার কর্মী সমর্থকরা।
এ ঘটনায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ ও দূর্যোাগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ফয়সাল ভূঞা বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব আলম বাবুল সহ এজাহারে ১৮ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত নামা আরো ৫০/৬০ জনের বিরুদ্ধে রবিবার কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জনতার হাতে আটককৃত আবুল খায়ের, মামুন মিয়া ও আব্দুল্লাহ জাহাঙ্গীরকে গ্রেফতার দেখিয়ে নেত্রকোণা আদালতে পাঠিয়েছে।
মামলার এজাহার সূত্রে জানাযায়, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তাপস ব্যানার্জী। ২৫ ডিসেম্বর শনিবার বেলা সোয়া ২টার দিকে কুন্ডুলী গ্রামে জনৈক নূরুল ইসলামের বসত বাড়ির সামনে নির্বাচনী প্রচার প্রচারনাকালে হারেছ সরকার, মতি মিয়া ও রিপন মল্লীক নির্বাচনী প্রচারনা কাজে বাঁধা প্রদান করে। তারা এই বলে হুমকি প্রদান করে যে, কান্দিউড়া ইউনিয়নে মালোওনের বাচ্চার কোন নেতৃত্ব চলবেনা। এসময় ১ নং বিবাদী মাহাবুব আলম বাবুল হুকুম দেয় যে, শালার পুতাইন মালাউনের পক্ষ নিয়ে ভোট চাইতে আসছে। শালার পুতাইনরে ছাড়িসনা, খুন কইরালা। মালাউনের বাচ্চাদের ঘর বাড়ি আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া দেশ ছাড়া কইরা ভারত পাঠাইয়া দে। এই হুকুম দেয়ার পর সকল বিবাদীগণ ধাড়ালো অস্ত্র সস্ত্র দিয়ে ৩টি ১শ সিসি ডিস্কোভার মোটর সাইকেল এলোপাথারি ভাবে দিয়ে ভাংছুর করে ১ লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
এছাড়া বাদীর পরনের জ্যাকেটের পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা নিয়া যায়। বিবাদীগণ আরো হুমকী প্রদর্শন করে যে, নির্বাচনের দিন আমরা যদি মালাউনের পক্ষে কোন ভোট কেন্দ্রে যাই, আমাদের মাথা কেটে নিয়ে লটকিয়ে রেখে নির্বাচন করার স্বাদ মিটিয়ে দেবে। এইরূপ কথা বলে তান্ডবলিলা চলাকালে বাদীপক্ষের লোকদের ডাক চিৎকারে এলাকার লোকজন এসে ৩ জন বিবাদীকে আটক করে। কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৩ জনকে আটক করে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
(এসবি/এসপি/ডিসেম্বর ২৬, ২০২১)
