আন্তর্জাতিক ডেস্ক : স্কটল্যান্ড যুক্তরাজ্যের অধীনেই থাকবে, না স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে—এ ব্যাপারে বৃহস্পতিবার সেখানে অনুষ্ঠিত গণভোটের প্রথম দফার ফলাফল সংবাদমাধ্যমে প্রকাশ হতে শুরু করেছে। এতে ‘না’ ভোট এগিয়ে রয়েছে।

প্রাথমিক ফলাফলে বলা হচ্ছে ক্লাকম্যানানশায়ার ও ওর্কনির জনগণ না ভোট দিয়ে ইংল্যান্ডের সাথে থাকার পক্ষে রায় দিয়েছে। তবে এই দুটি এলাকার লোকসংখ্যা খুব কম। দেশটির রাজনীতিবিদরা এটাকে গণতন্ত্রের জন্য এক অনুপ্রেরণার দিন বলে বর্ণনা করছেন।

৩০০ বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের সাথে থাকার পর স্কটল্যান্ড আলাদা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে কিনা তাই নির্ধারিত হতে যাচ্ছে গণভোটের মাধ্যমে। স্কটিশরা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিয়ে সিদ্ধান্ত জানিয়েছেন এই ভোটে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুরো ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার গণভোটে অংশ নিয়েছেন ৪০ লাখেরও বেশি ভোটার। এই গণভোটে অংশ নিতে ৯৭ শতাংশ ভোটার নাম তালিকাভুক্ত করেছেন।

স্কটল্যান্ডের নির্বাচনী ইতিহাসে এমন ঘটনা আগে আর কখনই দেখা যায়নি। প্রথমবারের মত ১৬ এবং ১৭ বছর বয়সী ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

(ওএস/অ/সেপ্টেম্বর ১৯, ২০১৪)